আজ বুধবার

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৩:৩৩

ক্ষুদে সোহানের স্বপ্নপূরণে পাশে যুব ও ক্রীড়া উপদেষ্টা

30 Views

চাঁদপুরের মতলবের ৫ বছরের প্রতিভাবান ফুটবলার সোহান স্বপ্ন দেখছে বড় কিছু করার—যেন চাঁদকে ছুঁয়ে দেখার মতোই বিস্ময়কর সেই স্বপ্ন। সুযোগ ও পরিসরের ঘাটতি তাকে থামাতে পারেনি। অল্প বয়সেই অসাধারণ ফুটবল দক্ষতা দেখিয়ে দেশের মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে এই ক্ষুদে প্রতিভা। তার সম্ভাবনা নজরে আসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদেরও।

বাংলাদেশ–ভারত ম্যাচের আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেয় সোহান। সেখানে নিজের স্বপ্ন, ফুটবলের প্রতি ভালবাসা এবং ভবিষ্যত লক্ষ্য তুলে ধরে সে। সোহানের প্রতিভায় মুগ্ধ হয়ে তার উন্নত ফুটবল প্রশিক্ষণের দায়িত্ব নেন উপদেষ্টা।

পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সোহানের ভর্তির ব্যবস্থা করে তার সুসংগঠিত প্রশিক্ষণ ও উজ্জ্বল ভবিষ্যত গড়ার পথ সুগম করে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে সোহানের আগামীর সাফল্য কামনা করে তাকে উপহার হিসেবে ফুটবলও প্রদান করেন তিনি।

পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা—সোহান একদিন জাতীয় দলের নক্ষত্র হয়ে আলো ছড়াবে। বর্তমানে মতলবের মানুষের মুখে মুখে সোহানের গল্প, ছোট্ট বয়সেই যার স্বপ্ন ছুঁয়ে ফেলছে আকাশ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ