আজ বুধবার

২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:১৯

দেশে পৌছাল কানাডায় নিখোঁজ মতলবের প্রবাসীর মরদেহ

331 Views

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার নানাইমু অঞ্চল থেকে চাঁদপুরের মতলব উত্তরের ২৩ বছর বয়সী মাহাদী হাসান রেদওয়ানের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মতলব উত্তরের লুধুয়া গ্রামের লফতালি সরকার বাড়ির মো: মোস্তফা কামাল সরকারের ছোট ছেলে রেদওয়ান কানাডায় থাকা অবস্থায় গত ২ নভেম্বর নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর ১২ নভেম্বর নানাইমুর টার্নার রোড ও মোস্টার রোডের মাঝামাঝি হাইওয়ে সংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

আরসিএমপি জানিয়েছে, প্রায় ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনাটিকে অপরাধ তদন্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, প্রায় ছয় মাস আগে তিনি বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমান।

আজ সকাল ৫টা ৩৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সে রেদওয়ানের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাদ জুমা লুধুয়া গোরস্থানসংলগ্ন মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ