আজ মঙ্গলবার

২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩রা রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৫:১৭

মতলব টিঅ্যান্ডটি এলাকা থেকে নিখোঁজ কিশোর

133 Views

চাঁদপুরের মতলব দক্ষিণের টিঅ্যান্ডটি এলাকা থেকে তাওসীব হাছান (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম দুশ্চিন্তা ও উদ্বেগ বিরাজ করছে।

নিখোঁজ তাওসীব হাছান সোহেল রানা ও ফরিদা ইয়াসমিন দম্পতির সন্তান। তার বাড়ি মতলব টিঅ্যান্ডটি এলাকায়। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার পড়াশোনা বন্ধ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে তাওসীব বাসা থেকে বের হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ তাওসীবের উচ্চতা আনুমানিক ৪ ফুট। হারানোর সময় তার পরনে ছিল ছোট গেঞ্জি। গায়ের রং শ্যামলা-উজ্জ্বল।

এ বিষয়ে তাওসীবের মামা আল আমীন ঢালী জানান, “আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। এখনো কোনো খবর পাইনি। যে কেউ যদি তাওসীবের সন্ধান পান, অনুগ্রহ করে আমাদের জানাবেন।”

তার সন্ধান পেয়ে থাকে তাহলে (০১৮২৫৬১০৪৮৪) এই নম্বরে যোগাযোগ করে বাবা-মায়ের বুকে ফিরিয়ে দেবার আকুতি জানিয়েছেন নিখোঁজ তাওসীবের পরিবার।

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং দ্রুত তাওসীবকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ