আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৮:৩৪

মতলব উত্তরে থামছেই না বালি-মাটি লুট!

1031 Views

চাঁদপুরের মেঘনা নদীতে অনুমোদন ছাড়াই অব্যাহত রয়েছে অবৈধ বালু উত্তোলন। নৌ পুলিশ ও কোস্টগার্ডের নিয়মিত টহল থাকা সত্ত্বেও নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বালু খেকো চক্র গোপনে ড্রেজার ভাসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বোরচর এলাকায় কৃষি খাস জমির মাটি ও বালু অবৈধভাবে উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অভিযুক্তদের মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

তিনি জানান, সরকারি আইন অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেঘনা নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ