আপিল শুনানি শেষে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী মোঃ ফয়জুন্নুর আখন রাসেলকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় তিনি জানান, আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ বলে স্বীকৃতি পেয়েছে। এ সময় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি জনগণের ভালোবাসা ও ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিজয়।
ফেসবুক বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ এবং আগামীর লড়াই হবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ, এই লড়াইয়ে বিজয় হবে জনগণের।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির হয়ে ‘হাতি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ ফয়জুন্নুর আখন রাসেল। তিনি আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির ক্লাব অ্যাফেয়ার্স চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও নূরাণী ইন্টেরিয়র ও নূরাণী রেডিও’র কর্নধারও রাসেল।
তার বাড়ি মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামের ইসমাইল আখনের একমাত্র সুযোগ্য সন্তান। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাথেও জড়িত। ব্যবসার পাশাপাশি নিজস্ব অনলাইন গণমাধ্যম সহ দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন রাসেল।