আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৮:৩৪

মতলব উত্তরে স্কুলছাত্রী ধর্ষণের দেড় বছর, আসামি বিদেশে

664 Views

চাঁদপুরের মতলব উত্তরে প্রায় দেড় বছর আগে ধর্ষণের শিকার হয় নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী। এ ঘটনা জানাজানি হতেই চার মাসের মাথায় পরিবারের সহায়তায় ইউরোপের দেশ সাইপ্রাসে পালিয়ে যায় অভিযুক্ত তুষার আহমেদ ওরফে জনি।

অন্যদিকে, আজ সেই স্কুলছাত্রী আর শিক্ষার্থী নন, তিনি এক অসহায় মা। কোলে ৮ মাসের নিষ্পাপ শিশু নিয়ে স্বামী ও সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায়।

এদিকে এই ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে সুজাতপুর বাজারস্ত উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবারসহ মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী নারী তাদের স্কুলের শিক্ষার্থী। এমন একটি ন্যাক্কারজনক ঘটনার ১ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়া জাতির জন্য লজ্জাজনক। তাই আদালতের প্রতি দ্রুত বিচারের দাবী শিক্ষার্থীদের।

এদিকে নিজের সঙ্গে হওয়ার অন্যায়ের বিচার ও তার অধিকারের দাবীর সঙ্গে নিরুপায় ওই স্কুলছাত্রীর অভিযোগ, তার পরিবারকে অভিযুক্ত জনির বাবা মা মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এর সুষ্ঠু বিচার দাবী করেন ওই ভুক্তভোগী।

ভুক্তভোগীর স্বজনসহ স্থানীয়রা বলছেন, এই ঘটনার পর থেকে বন্ধ হয়ে গেছে ওই মেয়ের পড়াশোনা। শিশু সন্তান নিয়ে বর্তমানে চরম বিপাকে রয়েছে পুরো পরিবার। বিচার না হলে মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার এই মর্মে জানান, মেয়ে যদি তার অধিকার না পায়, তার সন্তান কোন পরিচয়ে বড় হবে? এমন প্রশ্ন খুঁজছে তার পরিবার।

এর আগে গত বছরের ৫ মার্চ মতলব উত্তর থানায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ মতলব টুডে ডটকমকে জানায়, এই ঘটনার তদন্ত শেষে দ্রুতসময়েই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে সেটি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।

আর এই মামলার দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সচেতন মহল।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ