আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:০৬

কালিপুরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ১

780 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটক ব্যক্তি মো. নাজির আহম্মেদ (৫১)। তিনি ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিপুর প্রধান বাড়ির মৃত নুরু হকের ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান। তার সঙ্গে ছিলেন এসআই ময়নাল হোসেন, এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, কালিপুর এলাকার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কাঠের সুকেজের ড্রয়ার থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ইয়াবার ওজন ০.১০ গ্রাম করে মোট ওজন ৬ গ্রাম। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

এছাড়া একটি সবুজ পলিথিন ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা। একই সঙ্গে একটি প্লাস্টিক বক্স থেকে মাদক কেনাবেচার ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ