আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৮:৩৪

মতলবে দাম বাড়িয়ে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীর ৭ দিনের জেল

154 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মতলব বাজারের কলেজ গেইট রোড এলাকায় পরিচালিত অভিযানে জননী এন্টারপ্রাইজের মালিক মো. হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ রায় ঘোষণা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে একটি অসাধু সিন্ডিকেট চক্র সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে দ্বিগুণ দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি মতলব বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হয়।
সেই অভিযানে জননী ট্রেডার্সসহ একাধিক এলপি গ্যাস বিক্রেতাকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিয়ম লঙ্ঘন না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, জননী এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হোসেন পূর্বেও একই অপরাধে জরিমানার মুখে পড়েন। তবুও তিনি পুনরায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। অভিযানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ