ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) এ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এছাড়াও আগামীকাল আনুষ্ঠানিক প্রচারণায় নামবে পৃথক পৃথক এই দলের প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই আসনের নির্বাচনী লড়াই।
প্রতীক বরাদ্দ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ছাতা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা প্রতীক।
এ ছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল পেয়েছেন হাতি প্রতীক, গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেনকে বরাদ্দ দেওয়া হয়েছে ট্রাক প্রতীক, নাগরিক ঐক্যের প্রার্থী এনামুল হক পেয়েছেন কেটলি এবং বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন আনারস প্রতীক।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে ২০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরবর্তীতে দুই প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে এই আসনে ৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর থেকেই মতলব উত্তর ও মতলব দক্ষিণজুড়ে নির্বাচনী কার্যক্রম গতি পেয়েছে। আগামী দিনে প্রচার-প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী সভা–সমাবেশে এই আসন আরও সরগরম হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।