জাতীয় পর্যায়ে ইংরেজি রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থী সানিয়া সাঈদকে সংবর্ধনা দিয়েছে মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুল।
বুধবার (২১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণিল আয়োজনে তাকে রাজসিক সংবর্ধনার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সানিয়া কেএফটি অধ্যক্ষ জাকির হোসেন কামালের সঙ্গে প্রাতঃরাশে অংশগ্রহণ করেন। এরপর ড্রামের তালে তালে, সুসজ্জিত স্যালুট ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তাকে সংবর্ধনা মঞ্চে বরণ করে নেওয়া হয়।
এরপর বেলুন ও আলোকসজ্জায় সাজানো মঞ্চে কেক কেটে সানিয়ার এই গৌরবময় সাফল্য উদযাপন করা হয়। একই সঙ্গে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে তার উজ্জ্বল, কল্যাণময় ও সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করা হয়।
উল্লেখ্য, ইংরেজি রচনা প্রতিযোগিতায় সানিয়া সাঈদ ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে কৃতিত্ব রেখে চলেছেন। তিনি ২০২৪ সালে জাতীয় পর্যায়ে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে রানারআপ (দ্বিতীয় স্থান) অর্জন করেন।
এই প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিনিধিত্ব করে তিনি প্রথমে মতলব দক্ষিণ উপজেলা, পরে চাঁদপুর জেলা এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সানিয়ার এই অর্জন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সৃজনশীলতা চর্চায় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তার এই সাফল্য শুধু কেএফটি কলেজিয়েট স্কুলের নয়, বরং পুরো মতলব ও চাঁদপুর জেলার শিক্ষাঙ্গনের জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে সানিয়াকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ শিক্ষা ও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।