প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ

মতলব উত্তরসহ জেলা শ্রমিকদলের সব কার্যক্রম স্থগিত ঘোষণা

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতলব উত্তর উপজেলাসহ জেলা কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করল কেন্দ্রীয় কমিটি।কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা কমিটির কার্যক্রম এতদ্বারা স্থগিত করা হলো। একই সাথে ১২জুন ২০২৫-এ চাঁদপুর জেলা শ্রমিক দল কর্তৃক অনুমোদিত মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটির কার্যক্রমও স্থগিত করা হলো।