প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ

মতলব উত্তরে মৃতের গোসলের সময় চাঞ্চল্য, শেষে ইসিজি পরীক্ষা!

প্রতিবেদকঃ মতলব টুডে ডেস্ক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ পোনে ৫ টার দিকে কাফনের কাপড় পড়া অবস্থায় পেয়ারা বেগম (৪৩) নামক এক মহিলার ইসিজি পরীক্ষা করেছে তার পরিবার। সে মতলব উত্তর উপজেলার ভাটী রসুলপুর গ্রামের মনির হোসেন দেওয়ানের স্ত্রী।

বুধবার সকাল আনুমানিক ৯ টায় নিজ বাড়ীতে (শ্বশুর বাড়ীতে) স্ট্রোক করে মৃত্যুবরণ করেন পেয়ারা বেগম।

নিহতের স্বামী মনির হোসেন দেওয়ান ও এলাকাবাসী জানায়, পেয়ারা বেগম বুধবার সকাল ৯ টায় স্ট্রোক করে মারা যায়। দুপুর মরহুমার গোসল শেষ করে কাঁপনের কাপড় পড়িয়ে জানাযা পড়ানোর জন্য প্রস্তুতি নেয়ার সময় জনৈক মহিলা জানায় পেয়ারা বেগমের চোখের কোটা নড়তে দেখেছেন।

সাথে সাথে তার পরিবারকে জানানো হলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এ্যাম্বুল্যান্সে করে কাফনের কাপড় পড়ানো অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে ইসিজি পরীক্ষা করে পরিবার নিশ্চিত হন পেয়ারা বেগম বেঁচে নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডিউটি ডাক্তার নুর ই আলম অভি বলেন, ইসিজির রিপোর্ট মোতাবেক মহিলা অনেক আগেই মারা গেছেন। কাফনের কাপড় পড়িয়ে মহিলাকে ইসিজি করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।