প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

বাবা-মায়ের স্বপ্নপূরন, ৪৪ বিসিএসে এএসপি গজরার রিয়াজ

প্রতিবেদকঃ ডেস্ক রিপোর্ট

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইউনিয়নের ডুবগি গ্রামের রিয়াজ উদ্দিন ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে (এএসপি) মেধাতালিকায় এগার তম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন।

রিয়াজ উদ্দিন মরহুম মো. শফিকুল ইসলাম ও রাহিমা খাতুনের ছেলে। তিনি ৬ ভাই-বোনের মধ্যে সবার ছোট।তার বাবা চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ছিলেন।

রিয়াজ উদ্দিনের বড় ভাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ছেংগারচর সপ্রাবি’র সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, আমরা ৪ ভাই ও দু বোন। রিয়াজ উদ্দিন সবার ছোট। আমার বাবা যখন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা তখন সেখানেই রিয়াজ তার বাল্যকাল কাটিয়েছে। চট্টগ্রামে এইচএসসি শেষ করে রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে। বর্তমানে চট্টগ্রাম বিএসটিআইতে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে বলেও জানান তিনি।

রিয়াজ উদ্দিন জানান, বাবা-মা চেয়েছিলেন আমি একদিন বড়ো পুলিশ অফিসার হবো। আমি তাদের কথা রাখতে পেরেছি। কিন্তু আজ আমার বাবা নেই। বাবা থাকলে অনেক খুশি হতেন। আমার মা আমার সফলতায় অনেক খুশি হয়েছেন। বাবা-মার প্রত্যাশা পূরণে সক্ষম হওয়ায় মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করছি। কর্মজীবনে যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি সেজন্যে সকলের দোয়া কামনা করছি।। এদিকে রিয়াজের এ সাফল্যে পরিবার-এলাকা জুড়ে আনন্দের জোয়ার বইছে।