
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে সারা দেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করে।
উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুল, আশ্বিনপুর আইডিয়াল একাডেমি, মনিংসান কিন্ডারগার্টেন-২, কাচিয়ারা মেডল একাডেমি, মডেল চাইল্ড একাডেমি,জোড়পুল শিশু মেলা স্কুল, হলিচাইল্ড একাডেমি, দিঘলদী ইকরা মডেল একাডেমি, সুবর্ণ স্কুল, আনোয়ারা ল্যাবরেটরী স্কুল, এ. এইচ ছানাউল্যাহ একাডেমি, পেয়ারীখোলা মাতৃছায়া কিন্ডারগার্টেন,খর্গপুর ফুলছোঁয়া আইডিয়াল একাডেমি, স্ট্যান্ডর্ড ট্যালেন্ট একাডেমি, মতলব ক্যামব্রিয়ান স্কুল, নাউজান মডেল একাডেমি,পল্লীমা প্রি-ক্যাডেট স্কুল, মনিংসান কিন্ডারগার্টেন-১, নারায়নপুর আদর্শ একাডেমি, তুষপুর আইডিয়াল কিন্ডারগার্টেন, আধারা আইডিয়াল স্কুল, শাহপুর এম আর প্রি-ক্যাডেট একাডেমি, মাছুয়াখাল আদর্শ একাডেমি, মল্লিক কিন্ডারগার্টেন, এফ এম ইন্টারন্যাশনাল স্কুল, জোড়পুল আইডিয়াল স্কুল, মাদার কেয়ার একাডেমী, বর্ণমালা আদর্শ একাডেমি, ডিউড্রপ এন্টারন্যাশনাল স্কুল, ব্রাইট কিন্ডারগার্টেন, এ বি সি কিন্ডারগার্টেন, সূর্যমুখী শিশু নিকেতন, ফুলকলি একামেডি, বহরী শিশু একাডেমি, শ্যামলী শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল, সহ সভাপতি আবদুর রব পাটোয়ারী, শাহজাহান সাগর, একেএম ছানাউল্যাহ, ডিএম আলাউদ্দিন, সাইদুল আরেফিন শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল জাহান শাওলিন, দপ্তর সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক শান্ত দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মো: সালাহ উদ্দিন আহমেদ, এসোসিয়েশনের সদস্য মোঃ কামরুল ইসলাম, উপদেষ্টা রাম নারায়ন মজুমদার, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, অভিভাবক শাকিলা আক্তার, শিক্ষক রীনা বণিক, শিক্ষার্থী নুহা সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করার দাবি জানান এবং বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন এর নিকট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা স্বারকলিপি প্রদান করেন।
Sign in to your account