প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকঃ স্টাফ করেসপন্ডেন্ট

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ.এম ইসমাইল পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছেংগারচর সরকারি কলেজ শাখায় জিয়াউল ইসলাম সরকার তুষার সভাপতি ও মোঃ সজীব মিয়াকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক নিহা মনি, যুগ্ম আহবায়ক মো: সায়মন, মো: আজিম, নাহিদা আক্তার, সদস্য নেছার উদ্দিন, মোঃ রিয়াদ হোসেন।

গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। এদিন বিজ্ঞপ্তিতে মতলব উত্তর উপজেলার আরও ৭ টি কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।