প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ

ছেংগারচর সরকারি কলেজ কমিটি থেকে ছাত্রদল নেতার পদত্যাগ

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

সদ্যঘোষিত চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিটির যুগ্ন-আহ্বায়ক সায়মন মিয়া।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মতলব টুডে ডটকমকে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ, মতলব উত্তর চাঁদপুর, ছাত্রদলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে না জানিয়ে আমাকে যুগ্ন-আহবায়ক হিসেবে রেখেছেন। রাজনৈতিক আত্নসম্মানহানী হওয়ার কারনে কমিটির কর্মকাণ্ড চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই উক্ত কমিটির যুগ্ন আহবায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

উল্লেখ্য, বুধবার (২৭ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ.এম ইসমাইল পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মতলব উত্তরে ৮ টি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা সমালোচনা শুরু হয়েছে।