প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ণ

মতলব উত্তরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকঃ এমদাদুল হাসান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে সুফিয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নিহত শিশু নয়াকান্দি গ্রামের মো. শাকিলের ছেলে।

জানা যায়, শিশুর মা বাড়ির কাজে রান্নাঘরে ব্যস্ত ছিল। ওই সময় শিশু সুফিয়ান বাড়ির ওঠোনে খেলছিল। এসময় খেলার ছলে বাড়ির সকলের অগোচরে স্থানীয় পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির ১ ঘন্টা পর বাড়ির পাশে বড় পুকুরের পানিতে লাশ ভেসে উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এই ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, শিশুটিকে আনার অনেক আগেই মৃত্যু হয়েছে। বর্ষার এই মৌসুমে পরিবারের আরো সচেতন হওয়া উচিত।