চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পরিত্যক্ত বাসার রান্নাঘর থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কালাসারে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কলেজের বিজ্ঞান ভবনের পেছনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সালামত উল্লাহর পরিত্যক্ত বাসভবনের রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের ভেতরে ওই টিনশেড বাসার অবস্থান। আগে ওই বাসায় অধ্যক্ষ থাকতেন। প্রায় ১৫ বছর ধরে সেটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় আছে। বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদও ওই বাসায় থাকেন না।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে পানির পাম্প বসানোর কাজে এক ব্যক্তি ওই বাসার কাছে যান। তিনি রান্নাঘরের পাশে যেতেই ভেতরে রাখা একটি বস্তা থেকে তীব্র দুর্গন্ধ পান। এরপর তিনি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার রায়কে বিষয়টি জানান। অশোক কুমার সেখানে গিয়ে দুর্গন্ধ নিশ্চিত হলে পুলিশকে খবর দেন। পরে মতলব দক্ষিণ থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কোয়ার্টারের পানির মোটর ঠিক করতে একজন মেকানিককে পাঠানো হয়। রান্নাঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করতেই তিনি তীব্র দুর্গন্ধ অনুভব করেন এবং মোটরের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি কলেজের শিক্ষক জিন্নাহ স্যারকে জানান, পরে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির অঙ্গ-প্রত্যঙ্গ খণ্ডিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির বয়স কিংবা তিনি নারী না পুরুষ, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার পরই চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দু’টি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশটি ইতোমধ্যে কঙ্কালাসারে রূপ নিয়েছে। এটি পুরুষ না নারী এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sign in to your account