প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন জাবীর হুসনাইন সানীব। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত এএসপি-কে ফুল দিয়ে বরণ করে নেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ। এ সময় উপস্থিত কর্মকর্তারা নতুন এএসপি-কে ফুল দিয়ে স্বাগত জানান।
জাবীর হুসনাইন সানীবের পুলিশ জীবনের যাত্রা শুরু হয় ৪০তম বিসিএসের মাধ্যমে। তার জন্ম কিশোরগঞ্জ জেলায় হলেও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। তিনি বিজ্ঞান বিভাগে ঢাকার এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দায় ‘সহকারী পরিচালক’ পদে যোগদান করেন।
যোগদান উপলক্ষে এএসপি জাবীর হুসনাইন সানী মতলবের সকল নাগরিকের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।