প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিলেন দুইজন

প্রতিবেদকঃ স্টাফ করেসপন্ডেন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন ও মালয়েশিয়া প্রবাসী বি.এম গোলাপ হোসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তারা।

মো. ইসমাইল হোসেন সুমনের সঙ্গে মনোনয়ন বিতরণকালে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সাইদুল আলম মুকুল, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন বেপারী, আল আমিন কাজি, মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ শামীম হোসেন, সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ সুমন ,সুজন আহমেদসহ নেতৃবৃন্দ।

অন্যদিকে, বি.এম গোলাপ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সাইদুল আলম মুকুল, গোলাম রাব্বানী, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন বেপারী, আল আমিন কাজি, মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কামাল হোসেন রাসেল, সুজন আহমেদ, জুয়েল, সজিব হাসান নুর, পৌর ছাত্র অধিকার পরিষদ সভাপতি মো. সাদ সরকার, নাগর, মোঃ সফিক, মহিন হাসানসহ নেতৃবৃন্দ।