প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ায় স্থগিত মতলব উত্তরের ফাইনাল খেলা

প্রতিবেদকঃ স্টাফ করেসপন্ডেন্ট

টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ২১তম চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পূর্বঘোষিত শুক্রবারের (৩ অক্টোবর) ফাইনাল খেলা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই খেলা স্থগিত ঘোষণা করেছে কতৃপক্ষ।

টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মতলব উত্তর উপজেলা। অন্যদিকে আগেরদিন শুক্রবার শাহরাস্তি উপজেলা দলকে ২- ০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা দল।