প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তরে এসেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
জানা যায়, রাজনৈতিক ময়দানে আলোচিত এই নেতা উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে জেলা বিএনপির সহ-কোষাদক্ষ বশির আহাম্মদ সরকারের বাড়িতে আয়োজিত বিএনপির নেতাকর্মীদের এক মিলনমেলা ও মতবিনিময় সভায় এসেছেন। এসময়, জাকির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
সভায় জাকির খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।