প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ

আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিতে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদকঃ ডেস্ক রিপোর্ট

ইডিট করা আপত্তিকর ছবি ৫০ হাজার টাকা না দিলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি সহ্য করতে না পেরে সাদিয়া আক্তার (২১) এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

গত ২৯ তারিখ সেপ্টেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একই গ্রামের সামছুদ্দিন সরকারের ছেলে মোস্তফা কামাল, মোশারফ হোসেনের ছেলে মামুন বেপারী ও আবুল বাবুর্চির ছেলে আরিফ মুন্সিকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেন।
নিহতের বাদী আঃ হাকিম বেপারী বলেন, তারা গত ২১ তারিখে এসে হুমকি দিয়েছে ৫০ হাজার টাকা দিতে হবে না হলে আমার মেয়ের ইডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দিবে। এরপর থেকে বিষয়টি এলাকায় জানাজানি হলে আমার মেয়ের আত্মসম্মানে আঘাত লাগে সে গিত ২৭ তারিখে বিষ খায়। পরে ২৯ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমার মেয়ে তাদের কারণেই আত্মাহত্যা করেছে, আমি তাদের বিচার চাই।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা বলেন, তারা কোন সভ্য সমাজের লোক হতে পারে না। কিছু আপত্তিকর ছবি নিয়ে এসে তারা প্রতিনিয়ত ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে এবং কুপ্রস্তাব দিয়ে সাদিয়াকে মানসিক টর্চার করেছে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সাদিয়া বিষ খায়। আমরা এ ধরনের চাঁদাবাজদের বিচার চাই।

এদিকে অভিযুক্ত বিবাদীরা বলেন, আমরা কোন চাঁদা চাই নি। নারায়ণগঞ্জের এক লোকের কাছ থেকে সাদিয়া ৫০ হাজার টাকা নিয়ে আসলে সেই টাকা মেম্বারের মাধ্যমে ফেরত চায়। আমরা শুধু সেই খবরটি মেম্বারের অনুরোধে সাদিয়ার পরিবারকে পৌছে দেই।

মামলা দায়ের করার পর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মোঃ রবিউল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।