চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচ.এস.সি ও আলিম পরীক্ষার ফলাফল। পুরো উপজেলার গড় পাসের হার মাত্র ২২.৭২ শতাংশ, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম।
তবে হতাশার মধ্যেও মুন্সি আজিম উদ্দিন কলেজ দেখিয়েছে একঝলক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের পাসের হার ৪৭.২৭ শতাংশ। অন্যদিকে, জীবগাও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে পাসের হার শুণ্য শতাংশ। কলেজটিতে একজনও পাশ করতে পারেনি।
এছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:
ছেংগারচর সরকারি কলেজ: পাসের হার ২৫.২৬ %, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ: পাসের হার ১৩.০০%, সুজাতপুর ডিগ্রী কলেজ: ১৩.০০%, নাউরী আদর্শ কলেজ: ৩৮.৮৭%, আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় ১৩.০০%, কালিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ: পাসের হার ১৭.৮০%, পাসের হার ২০.০০%, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজ ৩৩.৩৩%,শরিফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ: ৪.৪১%।
অন্যদিকে, আলিম পরীক্ষায় দেখা গেছে কিছুটা আশার আলো। উপজেলায় এবার মোট ১৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮০ জন পাস করেছে। গড় পাসের হার ৫০.৬৩ শতাংশ।
আলিম পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার ৮০.৬৪ শতাংশের গৌরব অর্জন করেছে বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা। অন্যদিকে হাশিমপুর আহম্মদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় পাসের হার মাত্র ৫.৫৫%।
এছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা: ৩২.৩৫%, নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসা ৬৬.৬৭%, সাড়ে পাঁচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ৬০.০০%, লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসা ২৭.২৭%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম মতলব টুডে ডটকমকে বলেন, ফলাফলে দেখা গেছে কিছু কলেজ ও মাদ্রাসা ধারাবাহিকভাবে ভালো করছে, তবে কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থা আশঙ্কাজনক। আগামী বছর থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী বছরগুলোতে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের উদ্যোগ ও তদারকি জোরদার হলে এই পরিস্থিতির উন্নতি সম্ভব।
Sign in to your account