
ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তরের কৃতি চিকিৎসক অধ্যাপক ডাঃ সরকার মাহবুর আহমেদ সরকার শামীম, অধ্যাপক ডাঃ শামীম আহমেদ। তারা দুজনই এবার চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
এছাড়াও, নতুন কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক (নিউরোসার্জারী) ডাঃ মো. বশীর আহম্মেদ খান হৃদয়।
ডাঃ মাহবুব আহমেদ শামীম চাঁদপুর জেলা বিএনপর সহ-সভাপতি ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) মেডিসিন বিভাগের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি আরো কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামের সরকার বাড়ির কৃতি সন্তান। তিনি চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং ড্যাব মহানগর উত্তর এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগেও তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নিযুক্ত ছিলেন।
সহকারী অধ্যাপক (নিউরোসার্জারী) ডাঃ মো. বশীর আহম্মেদ খান হৃদয় মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের খান বাড়ির কৃতি সন্তান। তিনি একজন নিউরোসার্জন, যিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এই পদে ২০২৩ সালের মার্চ মাসে যোগদান করেন এবং এর আগে তিনি দেশের বিভিন্ন সুনামধন্য হাসপাতালে কাজ করেছেন। তিনি বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং “ব্রেণ ও স্পাইন সার্জন” হিসেবেও পরিচিত।
এরইমধ্যে মতলব উত্তরের এই তিন কৃতিসন্তানের সফলতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীরা তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে, ড্যাব এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানকে কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য,প্রত্যক্ষ ভোটে সভাপতি, মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পরে ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জানানো হয়েছে।
এর আগে গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে বিএনপি। পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ৪৫ জন সহস-ভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১জন যুগ্ম মহাসচিব রয়েছে।
Sign in to your account