
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার ফেরানোর দাবিতে জেলা সিভিল সার্জন বরাবর দরখাস্ত করেছেন ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলাম বাবু।
আবেদনে তিনি উল্লেখ করেন, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। পর্যাপ্ত অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি ও সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও এই হাসপাতালে গত এক বছরেরও বেশি সময় ধরে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
বর্তমানে শুধু নরমাল ডেলিভারি করানো হলেও জটিল প্রসবের ক্ষেত্রে রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা অন্যত্র যেতে হচ্ছে। ফলে নিম্ন আয়ের বহু পরিবার চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে প্রসবকালীন জটিলতায় পড়ছে, অনেক মা ও নবজাতক মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।
ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু বলেন, গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিমা আফরোজ বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত থাকলেও মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। তাঁর অনুপস্থিতির কারণে গাইনী বিভাগ পুরোপুরি অচল হয়ে গেছে। আমি দাবি জানাচ্ছি তাঁকে দ্রুত মতলব উত্তরে ফিরিয়ে এনে গাইনী বিভাগ সচল করা হোক অথবা তাঁর স্থলে একজন নতুন গাইনী বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হোক।
তিনি আরও বলেন, এই দাবি কোনো দলীয় বিষয় নয়; এটি সম্পূর্ণ মানবিক ও জনস্বার্থের দাবি। প্রতিদিন দরিদ্র ও অসহায় মায়েরা চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছেন। তাই প্রশাসনের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।
এদিকে স্থানীয়রা জানান, সরকারি হাসপাতালে সিজার বন্ধ থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন, যেখানে ব্যয় কয়েকগুণ বেশি। এতে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করে এলাকায় ব্যাপক আলোচনায় আসেন। জনস্বার্থে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে তাঁর এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।
Sign in to your account