প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ

আ.লীগের লকডাউনের বিরুদ্ধে মতলব উত্তরে বিক্ষোভ

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেওয়া দেশজুড়ে লকডাউের বিরুদ্ধে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সুজাতপুর বাজারের দক্ষিণ পাশ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে উত্তর মাথায় ১০তলার সামনে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে বলে জানান বক্তারা। নিষিদ্ধ সংগঠন, তাদের কার্যক্রম ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান তোলেন মিছিলকারী বিএনপি নেতাকর্মীরা এবং চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে যেকোন নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করার হবে বলেও বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব আল ফালাক, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব পাটোয়ারী, সহ শত শত নেতাকর্মী।