প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তরের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন
শিশু কিশোর সমাজ সেবা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রুহিতারপাড় দেওয়ানজীপাড়া মরাধন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং জরুরি মুহূর্তে রক্তদানে উৎসাহিত করা।
দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ রক্তের গ্রুপ পরীক্ষা করান।
স্বাস্থ্যকর্মীরা রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং প্রতিটি অংশগ্রহণকারীকে তাদের রক্তের গ্রুপ উল্লেখিত একটি করে কার্ড প্রদান করেন। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে যেকোনো জরুরি পরিস্থিতিতে রক্তদানে সাড়া দেওয়ার মানসিকতা তৈরি হবে বলে জানান আয়োজকরা।
সংগঠনের সদস্যরা মতলব টুডেকে বলেন,
“অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ না জানার কারণে বিপদে পড়েন। আমরা চাই— প্রত্যেকে যেন নিজের রক্তের গ্রুপ জানে এবং মানবতার সেবায় এগিয়ে আসতে পারে।”
কর্মসূচি সফল করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।