প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ

মতলবে সরকার শামীমের বক্তব্য ‘প্রণোদিত ও বিভ্রান্তিকর’

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার শামীম আহমেদের ‘প্রণোদিত ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদে জরুরি সাংবাদিক সম্মেলন করেছে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি।

১৪ নভেম্বর (শুক্রবার) রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল।

তিনি অভিযোগ করে বলেন—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব দক্ষিণের টিএন্ডটি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সরকার শামীম আহমেদ যে ভুল ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি দাবি করেন, শামীম আহমেদ বলেছেন ২০১৮ সালের পর মতলব উত্তর ও দক্ষিণে কেউ আন্দোলন করেনি এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি—যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

এনামুল হক বাদল বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে ত্যাগ ও ভূমিকা রেখেছেন ডা. জালাল উদ্দিন ও দলের নেতাকর্মীরা। এসময় হামলা-মামলা-কারাবরণও করেছেন বহু নেতা-কর্মী। তিনি বলেন, “যাদের পাশে আমরা ছিলাম, যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি—তাঁকেই আজ চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটি। এতে তৃণমূলের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।”

তিনি আরও জানান, সরকার শামীম আহমেদ ২০২২ সাল পর্যন্ত মতলব উত্তর বা দক্ষিণ বিএনপির রাজনীতিতে দৃশ্যমান ভূমিকা রাখেননি, অথচ মনোনয়ন না পাওয়ার ক্ষোভে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

এনামুল হক বাদল বলেন—”শামীম আহমেদের বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থীকে জড়িয়ে যে অপপ্রচারণা করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডঃ শোয়েব আহমেদ, , মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃজাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।