প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার কালিকাপুর এলাকায় পুকুরে ডুবে সৌরভ খান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটি মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, সৌরভ খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে স্থানীয়রা। তবে তাকে জীবিত রাখা সম্ভব হয়নি।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।