প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনায় সম্মাননা পেলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র দৈবিক রদবদলে তিনি শরীয়তপুরের ডামুড্যা থানায় বদলি হয়েছেন।
এই উপলক্ষ্যে শনিবার (৬ ডিসেম্বর) জেলা পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, অস্থিতিশীল সময়ে মতলব উত্তরে ওসির দায়িত্ব পালনকালে তার সাহস, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা ও জনগণের আস্থার জায়গা তৈরির প্রশংসা করেন। একইসাথে নতুন কর্মস্থলে সফলতার শুভকামনা জানান কর্মকর্তারা।