প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাটের পালোয়ান বাড়িতে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন তিন মাসের নববধূ জান্নাত (২০)। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খোরাপাড়া গ্রামের গাজী বাড়ির হানিফ গাজী (২৮) ও জান্নাতের পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তিন দিন আগে স্বামী-স্ত্রী দু’জন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।
শনিবার বিকেলে জান্নাত স্বামীর কাছে শীতের পোশাক কেনার বায়না করলে দু’জনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে হানিফ গাজী নিজের মোবাইল ফোন ভেঙে ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন জান্নাত বিষপান করে ছটফট করছেন।
তৎক্ষণাৎ তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিবুল আহসান চৌধুরী জানান—হাসপাতালে আনার আগেই জান্নাত মারা গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।