প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ণ

৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

প্রতিবেদকঃ ডেস্ক রিপোর্ট

বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরই আগাম প্রচারের নামে টাঙানো ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব ধরনের প্রচার সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে ইসি।

গতকাল (১০ ডিসেম্বর) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে এ নির্দেশ বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব ধরনের প্রচার সামগ্রী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই আগাম প্রচার সামগ্রী অপসারণ বাধ্যতামূলক। অন্যথায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

এই নির্দেশনার পর দেশজুড়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারসামগ্রী অপসারণে নড়াচড়া শুরু হয়েছে।