প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:১২ পূর্বাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ছেংগারচর বাজারসহ বেড়িবাঁধ সংলগ্ন মোহনপুর বাজার, এখলাছপুর বাজার, নতুন বাজার, আমিরাবাদ বাজার ও জনতা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ–এর নেতৃত্বে মতলব উত্তর থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় পরিচালিত অভিযানে বেড়িবাঁধের ওপর বালু পরিবহনের উদ্দেশ্যে স্থাপিত সকল অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।
এসময় বেড়িবাঁধ এলাকায় লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চালনার দায়ে তিনজন ট্রাকচালককে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্র জানায়, অবৈধ কার্যক্রম রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।