প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২১ পূর্বাহ্ণ

মতলব উত্তরে প্রায় ২ লাখ টাকার গাঁজাসহ আটক

প্রতিবেদকঃ স্টাফ করেসপন্ডেন্ট

মতলব উত্তর উপজেলায় দিনব্যাপী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক পাইকারি মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলি বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর জাফর আহমেদ। এ সময় এএসআই মনিরসহ থানার একটি আভিযানিক দল উপস্থিত ছিল।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।