
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক যুবকের বাড়িতে মুসলিম পরিবারের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের শান্তিনগর বাজারসংলগ্ন কীর্তনীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, জয় কীর্তন (২১) নামের ওই যুবকের পিতা গৌরাঙ্গ কীর্তন। তরুণীর বাড়ি হাজীগঞ্জ উপজেলার নাসির কোর্ট এলাকার মালাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনশন শুরুর খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ওই বাড়িতে জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম ও মতলব দক্ষিণ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সরেজমিনে জানা যায়, ছোটবেলায় তরুণীর মা তার বাবার সঙ্গে বিচ্ছেদের পর পুনরায় বিয়ে করেন। এরপর তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় মা ও সৎ বাবার সঙ্গে বসবাস করতেন। সেখানেই ব্যবসার সূত্রে মোবাইল ফোনে জয় কীর্তনের সঙ্গে তার পরিচয় হয়।
তরুণী জানান, তিনি বলেপাড়া এলাকায় ‘সুমাইয়া বিউটি পার্লার’ নামে একটি বিউটি পার্লার ও কসমেটিকসের ব্যবসা করতেন। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি জানতে পারেন, জয় কীর্তন হিন্দু সম্প্রদায়ের। তবে জয় তাকে আশ্বাস দেয় মুসলমান ধর্ম গ্রহণ করে বিয়ে করবে।
তার অভিযোগ, প্রায় ২ বছর ৩ মাস ধরে ধর্মান্তরের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়। এ সময় ব্যবসার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় পৌনে চার লক্ষ টাকা নেওয়া হয়। হঠাৎ গত ১৫–২০ দিন ধরে যোগাযোগ বন্ধ করে জয় গ্রামে চলে আসে।
তরুণী জানান, আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী শনিবার দুপুরে তিনি মতলবের উপাদী গ্রামে আসেন। বাড়িতে জয় কীর্তনকে পেলেও এলাকাবাসীর চাপে সে পালিয়ে যায়।
জয়কে না পেয়ে স্থানীয় যুবসমাজ আরও উত্তেজিত হয়ে ওঠে। খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন, ছেলে ও মেয়ে ভিন্ন ধর্মাবলম্বী। মেয়ের জবানবন্দিতে দীর্ঘদিনের সম্পর্ক ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মেয়ে নিজে বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ায় রয়েছে। পরে তরুণীকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Sign in to your account