প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | প্রিন্ট এর তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ণ

রাজধানীতে নাশকতার সন্দেহে অস্ত্রসহ মতলবের মুছা আটক

প্রতিবেদকঃ স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন সন্দেহভাজন নাশকতাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের একজন চাঁদপুরের মতলব উত্তরের ঘনিয়ারপাড় এলাকার মুছার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ২টা পর্যন্ত রাজধানীর টিটিপাড়া বস্তি সংলগ্ন তেলুগু কলোনি ও ধলপুর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (মেকানাইজড) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটি করপোরেশনের পরিত্যক্ত দুটি ভবনে সন্দেহভাজন নাশকতাকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি ৩০ ক্যালিবার আন্ডারউড এম-১ (১৯৪৩ মডেল) পিস্তলসহ দুটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি দেশীয় অস্ত্র, আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা এবং চারটি গাঁজার কল্কি। অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ আটক তিনজনকে আইনগত প্রক্রিয়ার জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।