
রাষ্ট্রীয় শোক কর্মসূচি ও সাধারণ ছুটি উপেক্ষা করে বিদ্যালয়ে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তপদারকে শোকজ করেছে সংশ্লিষ্ট বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কেএম ইশমাম।
সরেজমিনে জানা গেছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করে। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর (বুধবার) সাধারণ ছুটি ঘোষণাসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শোক পালনের নির্দেশনা দেওয়া হয়।
তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ওই দিন হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তারা প্রধান শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, “রাষ্ট্র যখন শোক পালন করছে, তখন বিদ্যালয় খোলা রেখে আনন্দ আয়োজন করা চরম দৃষ্টান্তহীন। এলাকাবাসী তার পদত্যাগ দাবি করছে।”
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নোয়াব খান বলেন, “সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, তা অমান্য করা ঠিক হয়নি।”
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তপদার ভুল স্বীকার করে বলেন, “এটি আমার ভুল হয়েছে। এ কারণে আমাকে শোকজ করা হয়েছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউসুল আজম পাটোয়ারী জানান, ইউএনও’র নির্দেশে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ইউএনও কেএম ইশমাম বলেন, “রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে সাধারণ ছুটির দিনে বিদ্যালয় খোলা রাখা ও অনুষ্ঠান আয়োজন অত্যন্ত দুঃখজনক। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Sign in to your account