প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইচেষ্টার সময় দুই তরুণকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। পরে উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার কাজিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক দুই তরুণ হলেন মো. মাহফুজ (২০) ও মো. শাহজাহান (২১)। তাঁরা কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ভাষাণ নম নামের এক ব্যক্তি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহফুজ ও শাহজাহানসহ পাঁচজনের একটি দল সকালে কাজিয়ারা এলাকায় গিয়ে ভাষাণ নমকে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মানিব্যাগ, মুঠোফোন, ঘড়ি ও জ্যাকেট ছিনিয়ে নেয়।
এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে ধরে ফেললেও তাঁদের সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যায়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটকরা একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।