প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ

শহীদ ওসমান হাদী স্মরণে ছেংগারচর ডিগ্রি কলেজে গ্রাফিতি

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

জুলাইয়ের উত্তাল দিনগুলোর সাহসী কণ্ঠস্বর ও বিপ্লবী চেতনার প্রতীক আধিপত্যবাদবিরোধী শহিদ ওসমান হাদির স্মরণে ও তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মতলব উত্তরের ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের দেয়ালে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) এই কর্মসূচিতে রঙ ও শব্দের মাধ্যমে প্রতিবাদ জানায় তরুণ শিক্ষকসহ শিক্ষার্থীরা।

অংশগ্রহণকারী তামিম, নিরব, ইমরান, জিহাদ, রিগান,ফাহমিদ ও রাকিব জানায়, এই গ্রাফিতি শুধু স্মরণ নয়, এটি আমাদের প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদির আদর্শ এবং তাঁর হত্যার বিচার দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

শিক্ষার্থীরা বলেন, ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁকে হত্যার মাধ্যমে সেই কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হলেও তাঁর আদর্শ আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে। গ্রাফিতির মাধ্যমে তাঁরা হাদীর প্রতিবাদী চেতনাকে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান।

কর্মসূচি চলাকালে কলেজ দেয়ালে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকদের ভাষ্য, রাজপথের আন্দোলনের পাশাপাশি শিল্প ও সংস্কৃতির মাধ্যমেও প্রতিবাদ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তাঁরা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে তরুণদের ন্যায়, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত থাকবে।