প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ

তানভীর হুদার আপিল সুপ্রিম কোর্টেও নামঞ্জুর

প্রতিবেদকঃ স্টাফ করেসপন্ডেন্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী তানভীর হুদার মনোনয়ন আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি তানভীর হুদার মনোনয়নের বৈধতা চেয়ে পুনর্বিবেচনার আবেদনটি নামঞ্জুর করেন।

গত ১৩ জানুয়ারি পাওনাদার জনতা ব্যাংকে প্রায় সাত কোটি টাকার বেশি ঋণের বিপরীতে ৪০ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করে তিনি আদালতে আবেদন করেছিলেন। তবে আদালত তাঁকে ঋণখেলাপী হিসেবে গণ্য করে পূর্বের আদেশ বহাল রাখেন।

এর আগে তানভীর হুদার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল নির্বাচন কমিশনেও খারিজ হয়। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ছয় কমিশনারের সমন্বয়ে গঠিত আপিল অথরিটি গত ১২ জানুয়ারি তাঁর নির্বাচন আপিল (নং-১৬৫/২০২৬) নামঞ্জুর করে দেন। আপিল শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির গত ৭ জানুয়ারির আদেশকে বিবেচনায় নেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে পৃথক আপিল দায়ের করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড.জালাল উদ্দিন। আর এই আপিলের শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৭ জানুয়ারি।

সূত্রে আরও জানা যায়, মনোনয়নপত্র দাখিলের পর গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা প্রশাসক তানভীর হুদার হলফনামায় একাধিক অনিয়ম শনাক্ত করেন। ১ শতাংশ ভোটারের মধ্যে যাচাই করা ১০ জনের স্বাক্ষরের মধ্যে ৫ জনের স্বাক্ষর ও সত্যায়ন প্রক্রিয়ায় গরমিল পাওয়া যায়। পাশাপাশি ঋণখেলাপী থাকার বিষয়টিও উঠে আসে।

সবশেষ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে তানভীর হুদা আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দৌড় থেকে কি ছিটকে পড়লেন? এমন আলোচনা এখন সর্বত্র।