প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনে তানভীর হুদার আপিল প্রত্যাহার

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তানভীর হুদার প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে বিএনপি প্রার্থীর দায়ের করা আপিল আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

নির্বাচন কমিশনে চলমান আপিল শুনানির অষ্টম দিনে শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

কমিশন সূত্র জানায়, অষ্টম দিনের শুনানিতে মোট ১১২টি আপিল আবেদন নিষ্পত্তির জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়েছে। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আবেদন রয়েছে। অন্যদিকে কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন অন্তর্ভুক্ত রয়েছে।

শুনানিকালে আরও ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং দুইজন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। এছাড়া কমিশন ১৯টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখে।

নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।