প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ

দাউদকান্দির সেতু ভাঙনে ভোগান্তিতে মতলবের যোগাযোগ

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ভেঙে গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক আটকে পড়ায় মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে সেতুর ওপর ট্রাকটি আটকে পড়লে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মতলব–দাউদকান্দি আঞ্চলিক সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর পুরোনো সেতুটির স্টিলের পাটাতন মরিচা ধরে দুর্বল হয়ে পড়েছিল। ওভারলোড ট্রাক ওঠার সময় দুটি স্টিল প্লেট ভেঙে গেলে দুর্ঘটনাটি ঘটে। তবে চালক ও সহকারী প্রাণে রক্ষা পান।

এলজিইডি দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, কয়েক দিনের মধ্যে সেতুটি মেরামতের কাজ শুরু হবে। একই স্থানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।