প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ

নির্বাচনী ব্যয়ে আর্থিক সহায়তা চাইলেন ফয়জুন্নুর আখন

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

নির্বাচনি সংস্কৃতির পরিবর্তন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির অঙ্গীকার তুলে ধরে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফয়জুন্নুর আখন রাসেল।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডি ও ‘জনতার ফয়জুন্নুর’ নামের পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ফয়জুন্নুর আখন রাসেল বলেন, প্রিয় মতলববাসী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। এই পথচলায় আজ আপনাদের সঙ্গে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার শেয়ার করতে চাই।

আমি এমন রাজনীতিতে বিশ্বাস করি, যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড়, আর প্রভাবের চেয়ে ইনসাফ বড়। আমার কাছে উন্নয়ন মানে শুধু রাস্তা বা ভবন নয়। উন্নয়ন মানে এমন একটি সমাজ, যেখানে ন্যায়বিচার থাকবে, বৈষম্য থাকবে না, এবং জনপ্রতিনিধি সবসময় জনগণের কাছে জবাবদিহি করবে।

আমি শুরু থেকেই পরিষ্কার করে বলতে চাই, আমার রাজনীতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে চলবে না। কারণ বড় অর্থ প্রায়ই বড় শর্ত নিয়ে আসে, আর সেই শর্ত মানুষের অধিকারকে দুর্বল করে দেয়।

আমি নেতা নয়, প্রতিনিধি হতে চাই। এই কারণেই আমি আপনাদের কাছ থেকেই সমর্থন ও সহযোগিতা চাইছি। আপনাদের ছোট ছোট অবদান শুধু নির্বাচনী খরচ নয়— এটি একটি নৈতিক অবস্থান, একটি বার্তা, যে মতলববাসী নিজের প্রতিনিধি নিজেই গড়ে তুলতে চায়।

আমি দৃঢ়ভাবে অঙ্গীকার করছি, আপনারা যে আস্থা রাখবেন, তার জবাব আমি দেব কাজ দিয়ে, কথার ফুলঝুরি দিয়ে নয়। ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন মতলব গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব কেবল আপনাদের সক্রিয় অংশগ্রহণেই। আসুন, আমরা একসাথে প্রমাণ করি, সৎ রাজনীতি এখনো সম্ভব।

মতলবের মর্যাদা, ন্যায় ও ভবিষ্যতের জন্য আপনাদের পাশে চাই। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো অঙ্কের অনুদান এই লড়াইকে আরও শক্তিশালী করবে।

চাঁদপুর ২ আসনে মোট ভোটার সংখ্যা ৫০১০৬৯ জন, নির্বাচনী প্রচারণায় মাথাপিছু ১০ টাকা হারে আমি ব্যয় করতে পারব। যার মোট পরিমাণ আসে ৫০১০৬৯×১০= ৫০১০৬৯০ (প্রায় ৫০ লক্ষ)। ইনশাআল্লাহ, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত প্রতিটি টাকার পূর্ণ হিসাব এবং কোথায় কীভাবে ব্যয় হচ্ছে তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। জনগণের ভালোবাসাই আমার শক্তি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
Account Name: MD FAIJUNNUR
Account No: 1030028570001
Bank Name: Brac Bank PLC
Branch: Moghbazar
Routing no: 060274184
SWIFT Code: BRAKBDDH
Bkash Personal: 01350026296

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর আগে ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী ডা. তাসনিম জারা এবং বরিশাল-৩ আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একই ধরনের জনভিত্তিক অর্থসংগ্রহের উদ্যোগ নেওয়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয়। সেই ধারাবাহিকতাতেই ফয়জুন্নুর আখন রাসেল এ উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন অনেকে।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. জালাল উদ্দিন, জামায়াতের ডা. আবদুল মুবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকি, বিআরপির ফয়জুন্নুর আখন রাসেল, এলডিপির বিল্লাল হোসেন, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, গণঅধিকার পরিষদের গোলাম হোসেন, নাগরিক ঐক্যের এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার এবং লেবার পার্টির নাসিমা আক্তার।

নির্বাচনী ব্যয়ে জনসম্পৃক্ততা ও স্বচ্ছ অর্থায়নের এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন চাঁদপুর-২ আসনের ভোটার ও রাজনৈতিক মহলে বাড়ছে আলোচনা।