প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ

১০ দলীয় জোটের প্রার্থী কে এই বিল্লাল হোসেন?

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজীর নাম ঘোষণা করা হয়েছে।

জোট সূত্রে জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এ আসনে এলডিপির প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়।

২০০৭ সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন বিল্লাল হোসেন। এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর–২ আসন থেকে এলডিপির প্রার্থী হিসেবে ‘ছাতা’ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ফলাফল অনুযায়ী সেসময় তিনি পেয়েছিলেন ৩৯৭ ভোট।

মো. বিল্লাল হোসেন মিয়াজীর জন্ম ১৯৭৩ সালের ১ জানুয়ারি। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম মো. আনোয়ার হোসেন এবং মাতা মোসা. সায়েরা বেগম।

তিনি স্নাতক (বিএ) ডিগ্রিধারী। ব্যক্তিগত জীবনে তিনি একজন ঠিকাদার হিসেবে পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি), গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে তিনি কাজ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


তার একমাত্র সন্তান মো. গোলাম ফারুক অভি বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

রাজনৈতিক জীবনের শুরু ১৯৮৮ সালে। শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ সময় তিনি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তার এলডিপিতে যোগদানের পরবর্তী সময়ে তাকে এলডিপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক করা হয়। পরে তিনি দলের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দলের মহাসচিব পদ শূন্য থাকায় তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রয়েছেন।

দলীয় ও জোট সূত্রে জানা যায়, গত দেড় দশকের বেশি সময় ধরে তিনি ২০ দলীয় জোট এবং বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনসংক্রান্ত আন্দোলনে তিনি দলীয় কর্মসূচির অংশ হিসেবে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, চাঁদপুর–২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন নির্বাচনী সমীকরণ তৈরি হয়েছে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. জালাল উদ্দিন, জামায়াতের ডা. আবদুল মুবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকি, বিআরপির ফয়জুন্নুর আখন রাসেল, এলডিপির বিল্লাল হোসেন, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, গণঅধিকার পরিষদের গোলাম হোসেন, নাগরিক ঐক্যের এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার এবং লেবার পার্টির নাসিমা আক্তার।