প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী হাতপাখা প্রতীক পেয়েছেন।বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন তিনি।
আর প্রতীক বরাদ্দের মাধ্যমে চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
এ সময় মুফতি মানসুর আহমদ সাকী বলেন, “হাতপাখা প্রতীক হলো ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শের প্রতীক। এই প্রতীক নিয়ে আমি চাঁদপুর-২ আসনের জনগণের অধিকার আদায়ে কাজ করতে চাই।”প্রতীক বরাদ্দের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও মতলব উত্তর-দক্ষিণ উপজেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।