প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) রাতে পূর্ব ফতেপুর ইউনিয়নের ফতেপুর উত্তর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দুই মামলার পরোয়ানাভুক্ত মোঃ জনি খান, পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইমরুল হোসেন প্রধান (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মো. মিজানুর রহমান–২ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পূর্ব ফতেপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর উত্তর পাড়ায় মো. ইমরুল হোসেন প্রধানের বসতঘরের ড্রয়িং রুম থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
তল্লাশিকালে জনি খানের কাছ থেকে ১২টি বায়োরোধক জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১০ গ্রাম হিসেবে মোট ওজন হয় ৬০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে ইমরুল হোসেন প্রধানের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৩১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯৩ হাজার টাকা। সব মিলিয়ে অভিযানে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৯১০ পিস, মোট ওজন ৯১ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৭৩ হাজার টাকা।
এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।