
চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন সকল ভেদাভেদ ভুলে দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি আপনাদের সুখ–দুঃখের সঙ্গী হতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কঠিন সময়েও আপনারা আমাকে একা ফেলে যাননি। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও সম্বল।”
ড. জালাল উদ্দিন আরও বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকবেন। দল ও দেশের প্রতি আনুগত্যের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল এবং সঞ্চালনা করেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।
পথসভায় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজারুল ইসলাম মুকুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম বাবু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, বিএনপি নেতা ভিপি খলিল,উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যু্বদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচারণা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
Sign in to your account