প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

গডফাদারমুক্ত মতলব গড়তে চান মুফতি সাকী

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

মতলবে গডফাদারনির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী। তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় মতলব পৌরসভার ৯নং ওয়ার্ডের মুন্সিরহাট বাজারে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে মুফতি সাকী স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাদের দৈনন্দিন সমস্যা, দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মতলব অঞ্চলে একটি প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থকেন্দ্রিক রাজনীতি সাধারণ মানুষের জীবনকে জিম্মি করে রেখেছে। এর ফলে ন্যায়বিচার, উন্নয়ন ও নাগরিক সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাজনীতিতে ইনসাফ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি।

মুফতি মানসুর আহমাদ সাকী আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকারভিত্তিক রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে মতলবকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলব, যেখানে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।”

গণসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা ইনসাফভিত্তিক রাজনীতির আহ্বানে ইতিবাচক সাড়া দেন এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।