প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

ড্যাবের নির্বাচন কমিটিতে চাঁদপুর-২’র সমন্বয়ক ডা. বশীর

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কমিটি ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সম্প্রতি ঘোষিত এ কমিটিতে চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সমন্বয়ক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা–১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পেয়েছেন ড্যাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মো. বশীর আহম্মেদ খান হৃদয়।

ডা. হৃদয় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের খান বাড়ির কৃতি সন্তান। তিনি দেশের একজন সুপরিচিত নিউরোসার্জন হিসেবে চিকিৎসাঙ্গনে পরিচিত মুখ।

বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের মার্চ মাসে তিনি এ প্রতিষ্ঠানে যোগদান করেন। এর আগে দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেছেন।

তিনি একজন বিশেষজ্ঞ ব্রেইন ও স্পাইন সার্জন, যিনি স্নায়বিক জটিল রোগের চিকিৎসায় নিয়মিত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

চিকিৎসা পেশার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পেশাগত গ্রহণযোগ্যতার কারণে ড্যাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত এই চিকিৎসক নেতাকে নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক প্রস্তুতিতে চিকিৎসক সমাজের সক্রিয় অংশগ্রহণ দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।